নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শাহিনবাগ আন্দোলন নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহিনবাগের আন্দোলন সরকারি জায়গা দখল করেই করা হয়েছিল। দীর্ঘকালীন প্রতিবাদের ক্ষেত্রে এইভাবে যেকোন জায়গা জবরদখল করে রাখা যায় না। প্রতিবাদের অধিকার সবসময় এবং সব জায়গার জন্য নয়। এটি কখনোই সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না।
গত ৯ ফেব্রুয়ারির রায়ে বিচারপতি এস কে কল, অনিরুদ্ধ বোস এবং কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়ে দেয়, গত ৭ অক্টোবরের রায় পুনর্বিবেচনা করার কোনও যুক্তি নেই অতএব আগের রায় বহাল থাকবে।
প্রতিবাদ-আন্দোলন নিশ্চয় মানুষের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু তার কিছু নিয়মনীতি রয়েছে। প্রতিবাদের অধিকার সবসময় সবজায়গায় মিলবে না। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জরকন সময়ই হতে পারে, কিন্তু তা কখনোই দীর্ঘকালীন নয়। সর্বোপরি সরকারি স্থান দখল করে দীর্ঘদিন কোন আন্দোলন চলতে পারে না।
আরও পড়ুনঃ নির্ভয়া ফান্ডের টাকা অন্যখাতে খরচ, অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্টে দাবি
নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহিনবাগে যেভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে তা নিয়ে গত বছর ৭ অক্টোবর সুপ্রিম কোর্ট উষ্মাপ্রকাশ করেছিল। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ছিল, কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রতিবাদস্থল করতে হবে।
আরও পড়ুনঃ মোদী ছাড়া দেশের সব অভিনেতাকে নিয়েই কঙ্গনা রানাউতের সমস্যা- টুইট ঘিরে শোরগোল
সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করে রাস্তা আটকে অনির্দিষ্টকালের জন্য কোন আন্দোলন চলতে পারে না। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা আটকে প্রতিবাদ করা যাবে না। শাহিনবাগে যতদিন আন্দোলন চলেছিল, ততদিন দিল্লিতে যানজটের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584