১৪৪ ধারার অপব্যবহার, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের

0
72

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-এনআরসি বিক্ষোভকালীন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে দেশের বিভিন্ন প্রান্তে একাধিকবার ১৪৪ ধারা জারি করা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পুরো বিষয়টিকে সুপ্রিম কোর্ট ‘ক্ষমতার অপব্যবহার’ হিসাবেই দেখছে।

supreme court | newsfront.co
চিত্র সৌজন্যঃ জনসত্ত্ব ডট কম

দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে কেন্দ্র সরকারের তরফে আরোপিত নিষেধাজ্ঞাগুলি বাতিল করে এক সপ্তাহের মধ্যে সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা প্রত্যার্পণের রায় দিয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ ছাড়াও আর যে যে সুবিধাগুলির উপর নিষেধাজ্ঞা ছিল তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ অসমের পরে পশ্চিমবাংলা, এনআরসি-র আতঙ্কে ত্রস্ত আমজনতা

পাশাপাশি শুক্রবার শীর্ষ আদালত যৎপরনাস্তি ১৪৪ ধারা জারি করা প্রসঙ্গে বলেছে, “১৪৪ ধারাকে কোনও গণতান্ত্রিক অধিকারের বৈধ মতামত বা অভিযোগ রোধ করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না।

সংবিধান সবসময় বিভিন্ন ধরণের দৃষ্টিভঙ্গির প্রকাশকে স্বাগত জানিয়েছে; কিন্তু সহিংসতা বা জননিরাপত্তার ক্ষেত্রে আশঙ্কা এড়াতে কোনওভাবেই দিনের পর দিন ১৪৪ ধারা জারি রাখাকে মেনে নেওয়া যায় না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here