নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জম্মু-কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষবা, ফোন পরিষেবা-সহ সমস্ত নিষেধাজ্ঞা লঘুকরণে প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

ইন্টারনেট পরিষেবা ব্যবহার বাক-স্বাধীনতার পরিচায়ক। সংবিধানের ১৯-এ-এর ১ নং ধারায়, বলা রয়েছে আপতকালীন সময় ছাড়া ইন্টারনেট পরিষেবা বন্ধ করা যাবে না এবং প্রতিটি দেশবাসীর ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা রয়েছে।
আরও পড়ুনঃ মালঙ্গীতে চিতাবাঘের দেহ উদ্ধার
কাশ্মীর থেকে ৩৭০, ৩৫-এ ধারা রদ হওয়ার পরও সরকার কাশ্নীরের জনসাধারণের থেকে ভিত্তিগত সুযোগ সুবিধা ভোগে নিষেধাজ্ঞা জারি করেছিল। এখনও জম্মু-কাশ্মীরে কেন নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে, তা নিয়ে মামলা দায়ের করেন কাশ্মীর টাইমস-এর সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।
শুক্রবার সুপ্রিম কোর্টের কাশ্মীর মামলার শুনানিতে বিচারাধীন বেঞ্চ এক সপ্তাহের মধ্যে কাশ্মীরের পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার রায় দিয়েছে। এই বেঞ্চে রয়েছে বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি এবং বি আর গাভাই।
আরও পড়ুনঃ কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় হুমকি শিক্ষিকাকে, নেওয়া হয়নি লিখিত অভিযোগ
সুপ্রিম কোর্ট এ দিন বলে, “তথ্য আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। এবং এটি মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ। সুতরাং এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করতে হবে।”
পাশাপাশি বেঞ্চ এও জানায় যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখতে হবে সেই সিদ্ধান্তের উদ্দেশ্য কী? কাশ্মীরের মানুষদের বাক-স্বাধীনতার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে হাতির দল, আতঙ্কিত স্থানীয়রা
পেন্ডুলাম যে কোনও একটি দিকে দুলতে পারে না, একটা মধ্যস্থতা করেই চলে। ঠিক তেমনই নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে আমাদের মধ্যস্থতা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584