রবীন্দ্র সরোবরে ছট পুজোর নিষেধাজ্ঞায় পরিবেশ আদালতের রায় বহাল সুপ্রিম কোর্টে

0
73

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

গত বছর নিজস্ব পদ্ধতিতে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করলেও তা পালন করতে পারেনি রাজ্য প্রশাসন। কিন্তু চলতি বছরে প্রথম থেকেই রাজ্য সরকার ছট পুজোর পক্ষে থাকলেও পরিবেশ আদালত প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে। আর এবার পরিবেশ আদালতের রায় বজায় রাখল সুপ্রিম কোর্ট।

supreme court | newsfront.co
ফাইল চিত্র

ফলে রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না বলে জাতীয় পরিবেশ আদালত যে রায় দিয়েছিল, আপাতত সেটাই বহাল থাকছে।চলতি বছরে রবীন্দ্র সরোবরে ছটপুজো করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। সোমবারই সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৩ নভেম্বর, সোমবার, যা কি না ছটপুজোর পরে।

আরও পড়ুনঃ বীরপাড়ায় ছটপূজা ঘিরে উদ্দীপনা

ছটপুজোর অনুমতি চেয়ে কেএমডিএ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরে গত ২ নভেম্বর বিচারপতি রোহিংটন ফলি নরিম্যানের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শীর্ষ আদালত সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করে। কিন্তু চলতি সপ্তাহে ছুটি নেওয়ার ফলে বিচারপতি নরিম্যান এই মামলা শোনার জন্য সময় না দিতে পারায় এ দিন বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল।

কিন্তু বিচারপতি ললিত জানিয়ে দেন, তিনি এই মামলা শুনবেন না।বিচারপতি নরিম্যান কাজে যোগ দিলে আগামী সোমবার তাঁর বেঞ্চেই শুনানি হবে। কিন্তু তার আগেই রাজ্যে ছট পুজো পেরিয়ে যাবে। সেক্ষেত্রে এই মামলার আর কোনো গুরুত্ব থাকবে না।

আরও পড়ুনঃ ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান মোহনপুরে

জাতীয় পরিবেশ আদালত গত বছর রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে পুজো হয়েছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে পুজোর কারণ হিসেবে রাজ্য যুক্তি দিয়েছিল, কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করা যাবে না।

এরপরে চলতি বছরে কেএমডিএ সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে ফের পরিবেশ আদালতের দ্বারস্থ হয়। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর আবেদন খারিজ করে পরিবেশ আদালত জানিয়ে দেয়, সরোবরে ছটপুজো করা যাবে না।আপাতত সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here