দূষণ কমার নামগন্ধ নেই ওদিকে চলছে স্কুল, সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে দিল্লি সরকার

0
70

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

গত সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান। আশা করা গিয়েছে ধীরে ধীরে দূষণের মাত্রা কমছে রাজধানীতে আর সে কারণেই স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেজরিওয়াল সরকার।

Supreme court

সরকারের এই সিদ্ধান্তেরই তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্টের প্রশ্ন, যেখানে পূর্ণবয়স্ক মানুষেরা ওয়ার্ক ফ্রম হোম করছেন সে পরিস্থিতিতে ৩-৪ বছরের বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা সরকার ভাবে কি করে।

দেশের প্রধান বিচারপতি এনভি রামানা অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলেন, ”তিন-চার বছরের শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে। কিন্তু পূর্ণবয়স্করা বাড়িতে বসে কাজ করছে! আপনার সরকারের দিকে নজরদারি চালাতে আমরা কাউকে নিয়োগ করব।“ শীর্ষ আদালতের ধমকে এদিন দিল্লি সরকার জানিয়ে দেয় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে স্কুল কলেজ।

আরও পড়ুনঃ গত এক বছরে দেশে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ১৫১ জন বন্দীর, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে, এই পূর্বাভাস পেয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু দূষণ আবার বাড়তে শুরু করায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ রাখা হবে স্কুল। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত ধরনের নির্মাণ কাজও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here