পাঞ্জাবে মোদীর নিরাপত্তা বিভ্রাটের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি

0
90

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় কান্ডে বিশেষ তদন্ত কমিটি গঠন করতে চলেছে সুপ্রিম কোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট, এই কমিটিই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভ্রাটের ঘটনার তদন্ত করবে। এই পদক্ষেপের পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব সরকারকে এই বিষয়ে যাবতীয় তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এমনটাই জানা গিয়েছে। দ্রুত কমিটি গঠন করবে আদালত।

Supreme court

কৃষি আইন বাতিল হওয়ার পরে গত বুধবারই প্রথমবার পাঞ্জাবে যান প্রধানমন্ত্রী। সেখানে সড়কপথে ভাটিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এই কারণে বিক্ষোভের সময়ই একটি ব্রিজে প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। এরপর আর ফিরোজপুরে না গিয়ে মোদী ফিরে যান ভাটিন্ডা বিমানবন্দরে।

আরও পড়ুনঃ মোদীর কনভয় আটকে যাওয়ার তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিল পাঞ্জাব সরকার

দেশের প্রধানমন্ত্রীর মতো হাইপ্রোফাইল ব্যক্তির একটি ব্রিজে দীর্ঘক্ষণ আটকে থাকার ঘটনায় প্রশ্ন ওঠে তাঁর নিরাপত্তা নিয়ে। বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কংগ্রেস শাসতি পঞ্জাব সরকার ও পঞ্জাব পুলিশকে এই ঘটনার জন্য দায়ী করা হয়। এই ঘটনা নিয়ে রাজনৈতিক ডামাডোলের মাঝেই বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভ্রাটের প্রশ্নে পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুনঃ নিউইয়র্ক শহরে মর্মান্তিক অগ্নিকান্ডে প্রাণ গেল ৯ শিশু সহ ১৯ জনের, বাড়তে পারে মৃতের সংখ্যা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here