মহারাষ্ট্র বিধানসভার ১২ জন বিধায়ককে ১ বছরের জন্য বরখাস্ত করার প্রস্তাব খারিজ শীর্ষ আদালতে

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মহারাষ্ট্র বিধানসভার ১২ জন বিধায়ককে এক বছরের জন্য বিধানসভা থেকে বরখাস্ত করার প্রস্তাব খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে চলতি অধিবেশনের বাইরে কোন বিধায়ককে বরখাস্ত করা অসাংবিধানিক শুধু নয়, তা বিধানসভার ক্ষমতার বাইরে। শুক্রবার বিচারপতি এ.এম. খানউইলকর ও বিচারপতি সি.টি. রবিকুমারের বেঞ্চ একথা জানায়।

Maharashtra Assembly
মহারাষ্ট্র বিধানসভা

মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন চলাকালে ১২ জন বিজেপি বিধায়ক সঞ্জয় কুটে, আশিস শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটখালকর, পরাগ আলাভানি, হরিশ পিম্পলে, যোগেশ সাগর, জয় কুমার রাওয়াত, নারায়ণ কুচে, রাম সাতপুতে এবং বান্টি ভাংদিয়া- এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিধানসভার ভিতরে উশৃঙ্খল আচরণের।

অধ্যক্ষের চেম্বারে প্রিসাইডিং অফিসার ভাস্কর যাদবের সঙ্গে “দুর্ব্যবহার” করার অভিযোগে তাঁদের এক বছরের জন্য বরখাস্ত করা হয়। বিষয়টি গড়ায় আদালতে। বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগী বরখাস্ত হওয়া বিধায়কদের পক্ষে সওয়াল করেন।

আরও পড়ুনঃ প্রবল রাগে তরুণ সাংবাদিককে পিটিয়ে মারা হল উত্তরপ্রদেশে

শুনানিতে তিনি বলেন যে, এমন উদাহরণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং এর জেরে বিধানসভায় নির্বাচিত জন প্রতিনিধিদের সংখ্যা গরিষ্ঠতায় অসাম্য তৈরি হবে। এদিন শীর্ষ আদালত এই প্রস্তাব খারিজ করে দিয়ে বলে এমন প্রস্তাব আইনের চোখে বিদ্বেষপূর্ণ, অসাংবিধানিক এবং সেই কারণেই এই প্রস্তাব অকার্যকর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here