নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ই-দর্শন আবার দর্শন নাকি? খানিকটা এমন ঢঙেই বিশেষ দিনে মন্দির খুলে রাখার কথা বললো সুপ্রিম কোর্ট। অন্য সব কিছু যখন খোলা আছে, তখন বিশেষ অনুষ্ঠানে মন্দির, মসজিদ ও গির্জা খুলতে অসুবিধা কোথায়? শুক্রবার এই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত বলল আরতি বা দর্শনের অনলাইন স্ট্রিমিং দেখা আর মন্দিরে যাওয়া দুটো এক নয়।
বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে যে, যদি যাবতীয় নিরাপত্তাবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পালন করা হয় তাহলে সীমিত সংখ্যক দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দিতে অনুমতি দেওয়া যায়। বিচারপতি মিশ্র বলেন যে, ই-দর্শন কোনও দর্শনই নয়। তিনি বলেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে কী দর্শন করতে দেওয়া যায় না? বিশেষ অনুষ্ঠানে মন্দির, মসজিদ, গির্জা খুলে রাখা উচিত বলে তিনি জানান।
আরও পড়ুনঃ করোনার লং জাম্প,ভারতে একদিনে আক্রান্ত ৫৭ হাজারের বেশি
শ্রাবণী মেলার সময় ভক্তরা গঙ্গাজল নিয়ে এসে বদ্রীনাথ মন্দিরে শিবের মাথায় দেন। কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্ট সাংসদের পিটিশন খারিজ করে দিয়ে এটা বলে যে, কোভিড পরিস্থিতি খুব খারাপ হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ড সরকার বলে, রাজ্যে করোনা পরিস্থিতি ভালো নয়। ফের লকডাউন হতে পারে।
মন্দিরের সামনের গলিগুলি খুব সরু ও সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে এতে সন্তুষ্ট হয়নি আদালত। সুপ্রিম কোর্ট বলে যে কিছু লোকজনকে কি দর্শন করার অনুমতি দেওয়া যায় না?
আরও পড়ুনঃ দেশে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা
পিটিশনকারীর আইনজীবী আবার বলেন যে, মন্দির খোলা থাকলে মন্দিরের ভিতরে হাজার হাজার পাণ্ডা বসে থাকছে। এতেও ক্ষুব্ধ হয় আদালত। তারা রাজ্য সরকারকে বলে যে, বিশেষ মন্দির খুলে রাখা হোক। কিন্তু মন্দিরে যেন খুব বেশি সংখ্যক সেবায়েত না থাকে। সেদিকেও নজর রাখতে হবে। তা না হলে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584