ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
গত সোমবার করোনা টিকা সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রীম কোর্টে কিন্তু সেদিনের শুনানির রায় প্রকাশ্যে আসে বুধবার। টিকাকরণ নীতি নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। টিকাকরণ নীতি পুনর্বিবেচনারও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
পাশাপাশি আদালত এও সুনির্দিষ্ট ভাবে জানিয়েছে যে ৪৫ ঊর্ধ্ব দেশবাসীর বিনামূল্যে টিকাকরণ এবং তার কম বয়সিদের দাম দিয়ে টিকা নিতে হবে, কেন্দ্রের এই নীতি আদ্যন্ত খামখেয়ালি এবং অযৌক্তিক। কেন্দ্রীয় বাজেটে চলতি বছরে আর্থিক ৩৫ হাজার কোটি টাকা করোনা ভ্যাক্সিন বাবদ খরচ হবে বলে ঘোষণা করা হয়েছিল। এখনো পর্যন্ত সেই টাকা ঠিক কিভাবে ভ্যাকসিন খাতে খরচ হয়েছে তার স্বচ্ছ হিসাব জানতে চায় আদালত।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় ৬০০ চিকিৎসকের মৃত্যু, বাংলায় সেই সংখ্যা ২৫
এর আগে কেন্দ্র জানিয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ১০৮ কোটি দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হবে। কেন্দ্রের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে টিকার ঘাটতি, গ্রামে টিকা না পাওয়ার সমস্যা নিয়েও প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট জানতে চায়,’এই পরিস্থিতিতে কী ভাবে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের মানুষের টিকাকরণ সম্পূর্ণ করার কথা ভাবছে সরকার, তার একটি স্পষ্ট রূপরেখা সামনে আনুক কেন্দ্র।’
সোমবারের রায়ে টিকার দাম নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছে আদালত। দেশের ১৮-৪৪ বছর বয়সী দাম দিয়ে টিকা নেওয়ার কথা বলেছে কেন্দ্র। কিন্তু ৪৫ ঊর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে বিনামূল্যে। আদালত বলে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ১৮-৪৪ বছর বয়স্ক বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং তাঁদের মধ্যে অনেকে মারাও যাচ্ছেন।
আরও পড়ুনঃ অতিমারীতে প্রাণ গিয়েছে ৩৪৬ জন সংবাদকর্মীর, ক্ষতিপূরণ ও চিকিৎসার আবেদন সুপ্রীম কোর্টে
এই পরিস্থিতিতে দেশের ১৮-৪৪ বছরের বয়সীদের দাম দিয়ে টিকা কিনতে হবে কেন্দ্রের এই নীতি বস্তুত অযৌক্তিক এবং খামখেয়ালি।এরই সঙ্গে এদিন সুপ্রীম কোর্ট জানিয়েছে, কেন্দ্রের কোনো নীতিতে যদি নাগরিকদের সাংবিধানিক অধিকার লংঘিত হয় সেক্ষেত্রে আদালত নীরব দর্শকের ভূমিকায় বসে থাকবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584