#Breaking:বাবরি-অযোধ্যা জমি বিতর্ক মামলায় আপোসের নির্দেশ

0
63

ওয়েব ডেস্কঃ

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আজ বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় আপোসের সিদ্ধান্ত নিল।

কোর্ট  মধ্যস্থতার জন্য এক প্যানেল তৈরি করে দেয়। সেই প্যানেলে আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস এম কালিফুল্লা , শ্রী শ্রী রবিশঙ্কর ও আইনজীবী শ্রীরাম পাঁচু।

ফৈজাবাদের সেই মধ্যস্থতার জন্য ৮ সপ্তাহের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আপোস প্রক্রিয়ার খবর মিডিয়ায় প্রকাশের ব্যপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

গত শুনানিতে,  তিন পক্ষের মধ্যে দু’পক্ষ মধ্যস্থতায় যেতে রাজি না হলেও একপক্ষ আপসে সম্মতির কথা জানায় ।তবে বিচারপতিগণ বর্তমান অবস্থার গুরুত্ব বুঝে আপোসের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃবাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় আপোসের ব্যপারে অর্ডার রিজার্ভ

উল্লেখ্য,২০১২ সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭একর জায়গা সমান তিন ভাগ করে সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা ও নির্মোহী আখড়ার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ায় নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ে একাধিক আবেদন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here