ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
হেট স্পিচ বা ঘৃণা বক্তব্য নিয়ে দিল্লি হাইকোর্টে যে মামলা আগামী ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল, সেটা সর্বোচ্চ আদালতের নির্দেশে আগামী পরশু ৬ই মার্চ শুনানি হবে।
বুধবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় যে এই ধরনের আবেদনে দেরি করা উচিত নয়। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পাটেলকে এ মামলার দ্রুত শোনানির জন্য অনুরোধ করেন।
প্রাক্তন আমলা ও সমাজকর্মী হর্ষ মন্দরের আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত আজ জানায় যে দিল্লি হাইকোর্টে মামলা শুনছে তাতে সর্বোচ্চ আদালত নাক গলাতে চায়না, কিন্তু শোনানিতে এত দেরি করা উচিত নয়। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহেতা বিরোধিতা করে বলেন যে এটা ভাবা ভুল যে দু-একজনের জনের কথাতেই দাঙ্গা হয়েছে। কিন্তু তাঁর আপত্তি গ্রাহ্য হয়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584