জম্মু-কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট

0
42

ওয়েব ডেস্ক, নিউজ ফন্ট:

নিজস্ব চিত্র

জম্মু-কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবার আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। তার পরিবর্তে কেন্দ্র সরকারকে আবেদনকারীদের যুক্তিগুলো নিরীক্ষণ করার জন্য ‘বিশেষ কমিটি’ গড়ার নির্দেশ দিল।

জাস্টিস এনভি রামান্না, জাস্টিস আর সুভাষ রেড্ডি, জাস্টিস বি আর গাভাইয়ের বেঞ্চ মিডিয়া সংস্থা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনজীবী শোয়াইব কোরেশীর  জম্মু-কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার আবেদন শুনানির পর রায় দানের জন্য মামলা রিজার্ভ করে নেয় গত ৪ ই মে।

মিডিয়া প্রফেশনালদের হয়ে আইনজীবী হুজেফা আহমেদী  যুক্তি দেন যে ৪জি ইন্টারনেট পরিষেবা কভিড১৯ লড়াইয়ে ডাক্তারদের খুব প্রয়োজন। তিনি আদালতকে জানান যে উপত্যকায় ইতিমধ্যে ৭০১ জন করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে ৭ জনের। যখন আবেদন করা হয়েছিল তখন সেই সংখ্যা ছিল মাত্র ৩৩ টি।কভিড১৯ এর সাম্প্রতিক আপডেটের জন্য ডাক্তারদের ৪জি ইন্টারনেট পরিষেবা খুবই প্রয়োজন। ৪জি পরিষেবা না থাকায় মানুষের মৌলিক অধিকার হনন হচ্ছে।

হাই স্পিড ইন্টারনেট পরিষেবা সন্ত্রাসবাদকে বাড়াবে-কেন্দ্র সরকারের এই দাবিকে মানতে না চেয়ে আহমেদী তথ্য দিয়ে দাবি করেন যে সন্ত্রাসবাদের কার্যকলাপ সেই সমস্ত জায়গায় হয়েছে যেখানে কোন ইন্টারনেট পরিষেবা নেই।

অন্যদিকে প্রবীণ আইনজীবী সালমান খুরশিদ জম্মু-কাশ্মীরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তরফ থেকে দাবি করেন লকডাউন চলাকালীন অনলাইন শিক্ষা ব্যবস্থার জন্য হাইস্পিড ৪জি পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়।

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে জাতীয় নিরাপত্তা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য প্রয়োজন। শেষে কেন্দ্র সরকারকে আবেদনকারীদের যুক্তিগুলো নিরীক্ষণ করার জন্য ‘বিশেষ কমিটি’ গড়ার নির্দেশ দিয়ে বিকল্প প্রতিবিধানের নির্দেশ দেয়।

২০১৯ সালে কেন্দ্র সরকার কর্তৃক জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা রদ করে দেওয়ার সময় থেকেই জম্মু-কাশ্মীরের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র সরকার ২জি পরিষেবা চালু করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here