ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
শচীন পাইলট সহ তাঁর অনুগামীদের বহিষ্কারের সিদ্ধান্ত আপাতভাবে রদের যে রায় রাজস্থান হাইকোর্ট দিয়েছিল, সেই রায়কে স্থগিত রাখার আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। পাশাপাশি তিনি হাইকোর্টের শুনানি বন্ধ রাখার আবেদনও করেন। সেই মামলার শুনানিতে জাস্টিস অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ স্পিকারের উদ্দেশ্যে বলে, “মাত্র একটা দিনের ব্যাপার, এটুকু অপেক্ষা করতে পারবেন না কেন?”
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এদিন জানিয়ে দিয়েছে যে শচীন পাইলট ও তাঁর অনুগামীদের আনা অযোগ্যতার বিরুদ্ধে যে কোনো নির্দেশ দিতে পারে হাইকোর্ট।
[Breaking] Rajasthan Speaker vs Sachin Pilot : SC Refuses To Stay Rajasthan HC Proceedings; HC Judgment To Be Subject To SC Orders https://t.co/c0dpU1s5Nh
— Live Law (@LiveLawIndia) July 23, 2020
স্পিকার সিপি যোশীর হয়ে আদালতের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল আদালতের সামনে তুলে ধরেন যে বিদ্রোহী বিধায়করা হরিয়ানায় গিয়ে দীর্ঘদিন থাকার পর জানান তাঁরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ চান। বিদ্রোহী বিধায়কদের এই পদক্ষেপ তাদের অযোগ্যতার প্রমাণ কিনা সেটা স্পিকারের ঠিক করার কথা, আদালতের নয়-বলেও সাওয়াল করেন তিনি।
অন্যদিকে,সভাতে অনুপস্থিত থাকার কারণে কি বিধায়কদের অযোগ্য ঘোষণা করা যায় বলে শুনানি চলাকালীনই প্রশ্ন করে শীর্ষ আদালত। এ প্রসঙ্গে কপিল সিব্বল আদালতের সামনে তুলে ধরেন যে সভায় অংশ নেওয়ার জন্য স্পিকার হুইপ জারি করেছিলেন।
আরও পড়ুন:করোনার জেরে এবার বাতিল নোবেল পুরস্কার বিতরণীর অনুষ্ঠান
আজকের রায় স্বস্তি শচিন শিবিরে। এখন শুক্রবার রাজস্থান হাইকোর্ট কি রায় ঘোষণা করে সে দিকেই সবার নজর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584