মুখ্যমন্ত্রীর ওপর হামলায় সিবিআই তদন্তের আবেদনে ‘না’ সুপ্রীম কোর্টের

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করে দিয়ে সুপ্রীম কোর্ট জানালো আবাদনকারী চাইলে হাইকোর্টে আবেদন করতে পারেন।শুভম আওয়াস্তি, আকাশ শর্মা ও সপ্তা ঋষি মিশ্র এই তিন আইনজীবী সুপ্রীম কোর্টে আবেদন জানান, নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রকৃত তদন্তের জন্য শীর্ষ আদালত যাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

supreme court | newsfront.co
ফাইল চিত্ৰ

মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবী এডভোকেট বিবেক নারায়ণ শর্মা দাবি করেন নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলা সম্পূর্ণ সাজানো ঘটনা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিক সুপ্রীম কোর্ট।

আরও পড়ুনঃ উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ, সরকারি অফিসে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ

প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয় এই নির্দেশ দেওয়া সম্ভব নয়। তাঁর মক্কেল চাইলে কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারেন। আদালত আবেদনকারীদের সুপ্রীম কোর্ট থেকে মামলা প্রত্যাহারের সুযোগ দিচ্ছে কিন্তু এক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কোন প্রয়োজন আছে বলে আদালত মনে করছেনা।

নির্বাচন কমিশন একটি অটোনমাস বডি, তারা নির্বাচন পরিচালনা করে। দেশের শীর্ষ আদালত এরকম কোন নির্দেশ দিচ্ছে না, তবে মামলা প্রত্যাহারের সুযোগ দিচ্ছে যাতে আবেদনকারী কলকাতা হাইকোর্টে মামলা করতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here