এনডিএ ২০২১-র প্রবেশিকা পরীক্ষাতেই বসতে দিতে হবে মেয়েদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

0
51

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ২০২২ সালের প্রবেশিকা পরীক্ষায় নয়, ২০২১ সালের নভেম্বরের পরীক্ষাতেই যাতে মেয়েরা অংশগ্রহণ করতে পারেন তা সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আদালত সরাসরি জানিয়েছে, কোন ভাবেই লিঙ্গ সমতার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টাল বাহানা করা যাবে না।

Supreme Court

গত ১৮ অগস্ট শীর্ষ আদালত নির্দেশ দেয় যে এনডিএ-এর প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মেয়েরাও। এরপর কেন্দ্র একটি হলফনামা জমা দিয়ে আদালতে জানায় যে, আগামী ২০২২ সালের মে মাসের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা করে ফেলা হবে ও সেই প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে পারবেন মহিলারা। কেন্দ্র জানিয়েছে এনডিএ-তে মহিলা ক্যাডেটদের জন্য আলাদা পাঠ্যক্রম তৈরি হবে ও ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিশেষ প্যানেল গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ ৪২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা জমা রাজ্যের, মুখ বন্ধ খামে রুষ্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

এদিন সুপ্রিম কোর্ট জানায়, ‘মহিলাদের অবশ্যই ২০২১ সালের নভেম্বর পরীক্ষায় বসতে দিতে হবে। মহিলাদের প্রবেশিকা এক বছরের জন্য স্থগিত করা যাবে না। তাঁদের ২০২১ সালের নভেম্বর মাসের পরীক্ষাতেই বসতে দিতে হবে। পরীক্ষার প্রয়োজনীয় মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিতে হবে। পাশাপাশি, ইউপিএসসি-কে নভেম্বরের পরীক্ষার জন্য একটি সংশোধিত বিজ্ঞপ্তিও জারি করতে হবে।’ এই বিষয়ে বিলম্ব চায় না শীর্ষ আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here