বাংলার নির্বাচনে হস্তক্ষেপের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

0
110

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাংলায় আসন্ন বিধানসভা ভোটে হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। সম্প্রতি শীর্ষ আদালতে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আবেদনে উল্লেখ করা হয়, “রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন হোক। এবং বিরোধী দলের নেতাদের নিরাপত্তা দেওয়া হোক।“ এমনকি, এই মর্মে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতেও আবেদন জানানো হয়েছিল। কিন্তু সোমবার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

নির্বাচনের আগে রাজ্যে শাসক বিরোধী দুই ফুলের সংঘাত চরমে। বাকযুদ্ধ থেকে হুমকি কিছুই বাদ যাচ্ছে না। এই পরিস্থিতিতে গত ডিসেম্বর মাসে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী পুনিত কৌর ধান্দা। তাতে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ বঙ্গ ভোটে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা

অভিযোগ, “তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে। পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে। এই বিশৃঙ্খলায় তারাও সক্রিয় ভাবে যুক্ত। বিরোধী দলের নেতারা ধারাবাহিক ভাবে খুন হচ্ছেন। আর তাতে কিছু লোকের স্বার্থ রক্ষা হচ্ছে।“

আরও পড়ুনঃ ৩০শে জানুয়ারি ইসকনে আসছেন অমিত শাহ

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক জনসভায় একাধিকবার আক্রমণ করেছেন যে পুলিশ এখন দলদাস থেকে কৃতদাসে পরিণত হয়েছে। আবার সাম্প্রতিক সফরে এসে রাজ্যে প্রায় শতাধিক বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন গত কয়েক বছরে এই বলে সরব হয়েছেন নাড্ডা-শাহ সহ অনেকেই। এর মাঝে সুপ্রিম কোর্ট দায়িত্ব নিতে নারাজ, এ নিয়ে বিরোধীদের কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here