সর্বোচ্চ সীমায় ছাড় নয়, ইউপিএসসি প্রত্যাশীদের স্পষ্ট করল সুপ্রিমকোর্ট

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ছ’বার অর্থাৎ সর্বোচ্চ বার পরীক্ষা দিলে আর অতিরিক্ত সুযোগ নয় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের, বুধবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। গত বছর অক্টোবরে যাঁরা নিয়ম অনুযায়ী শেষবার পরীক্ষা দিয়েছিলেন, তাঁরাই আর এই বছর সিএসই-২০২১ আর একবার সুযোগ চেয়ে আবেদন জানিয়েছিলেন আদালতে।

UPSC Civil service | newsfront.co

এদিন সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। কোভিড আবহে সঠিক প্রস্তুতির অভাবে অক্টোবরের পরীক্ষা আশানুরূপ হয়নি। তাই চলতি বছরের পরীক্ষায় বসার অতিরিক্ত সুযোগ দেওয়া হোক। হলফনামায় এমনটাই আবেদন করেছিলেন ইউপিএসসি প্রত্যাশীরা।

কিন্তু কেন্দ্রের তরফে সদিচ্ছার অভাব থাকায় সেই আবেদন খারিজ করে আদালত। এর আগে এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল আদালত। সেই নোটিশে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, বয়সসীমা না বাড়িয়ে কী অতিরিক্ত একটা সুযোগ দেওয়া যায়?

আরও পড়ুনঃ পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসনে সিলমোহর ক্যাবিনেটের

সেই নোটিশের জবাবে কেন্দ্র জানায়, বয়সসীমা এক রেখে আবেদনকারীদের অতিরিক্ত সুযোগ দেওয়া মানে অন্য প্রত্যাশীদের বঞ্চিত করা। কেন্দ্রের সেই অবস্থানের সমর্থনেই এদিন রায় দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গার এক বছর অতিক্রান্ত, অর্ধেকের বেশি মামলার তদন্ত আজও অসম্পূর্ণ

ইউপিএসসি-র বর্তমান নিয়ম অনুযায়ী, জেনারেল ক্যাটগরির প্রত্যাশীরা ৩২ বছর পর্যন্ত সর্বোচ্চ ছ’বার পরীক্ষা দিতে পারবে। ওবিসি ক্যাটাগরির প্রত্যাশীরা ৩৫ বছর পর্যন্ত সর্বোচ্চ নয় বার পরীক্ষা দিতে পারবে। আর এসসি বা এসটি ক্যাটাগরির প্রত্যাশীরা ৩৭ বছর পর্যন্ত যতবার খুশী পরীক্ষা দিতে পারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here