ওয়েবডেস্কঃ
বাবরি মসজিদ – রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আপোসের ব্যপারে মামলাটি রিজার্ভ করে নিল।
আজ সুপ্রিম কোর্টের শুনানিতে হিন্দু গ্রুপ দাবি করে যে ব্যাপারটি এখন আস্থার হয়ে দাঁড়িয়েছে। তারা কোন মধ্যস্থতায় যেতে রাজি হয়নি। তাদের পক্ষের আইনজীবী এস বৈদয়ানাথান বলেন যে, “ঐ জায়গা যে রামের জন্মভূমি এই বিশ্বাসে কোন মধ্যস্থতার জায়গা নেই।আমরা অন্য জায়গায় মসজিদ তৈরির জন্য টাকা তুলে দিতে রাজি আছি।” অখিল ভারতীয় হিন্দু মহাসভাও আপোসে রাজী নয়। অপরপক্ষে মুসলিম পক্ষে আইনজীবী রাজীব ধাওয়ান জানান যে তাঁরা আপোসে রাজি।
জাস্টিস বোবদে মৌখিক মন্তব্য করেন যে ব্যাপারটির অত্যন্ত সংবেদনশীল। ইতিহাস তাঁরা পাল্টাতে পারবেন না। তাই ব্যপারটির গুরুত্ব বুঝে তারা সমস্যার সমাধান করতে চান। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আপোসের ব্যপারে অর্ডার রিজার্ভ করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য,২০১২ সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭একর জায়গা সমান তিন ভাগ করে সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা ও নির্মোহী আখড়ার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ায় নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ে একাধিক আবেদন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584