ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
কর্মস্থলে যৌন উৎপীড়ন মহিলাদের মৌলিক অধিকার হনন বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এক নির্দেশকে বহাল রেখে এক মহিলা ব্যাঙ্ক কর্মচারীর বদলি আটকালো।
‘পাঞ্জাব অ্যান্ড সিন্ধ’ ব্যাংকের এক মহিলা কর্মচারী যিনি স্কেল চারের বেতন নিয়ে ইন্দোর শাখায় চিফ ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁকে জব্বলপুরের এক শাখায় বদলি করে দেওয়া হয়। সেই বদলির আদালতে বিরোধিতা করে তিনি বলেন ব্যাঙ্কের অ্যাকাউন্টে অনিয়ম, দুর্নীতি ও এক আধিকারিকের দীর্ঘদিন যৌন নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলায় তাকে বদলি করে দেওয়া হয়েছে। হাইকোর্ট সেই মহিলাকে লিখিত আবেদন করার অনুমতি দিয়ে বদলি আটকে দেয়।
সেই নির্দেশের বিরুদ্ধে ব্যাঙ্কের আবেদনের শুনানিতে জাস্টিস ধনঞ্জয় , জাস্টিস ওয়াই চন্দ্রচূড় ও জাস্টিস অজয় রস্তগীর বেঞ্চ মন্তব্য করেন যে ওই মহিলা কর্মচারী মদের কনট্রাক্টরদের অ্যাকাউন্টে অনিয়মের অভিযোগ অত্যন্ত সিরিয়াস ও দুর্নীতিকেই নির্দেশ করে। জোনাল ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584