নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মেনকা গান্ধীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি মামলায় সিবিআই তদন্ত চায় দিল্লি হাইকোর্ট। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দায়ের করা মামলায় শুক্রবার সিবিআইয়ের জবাবদিহি চাইল দিল্লি হাইকোর্ট। ওই মামলায় ক্লোজার রিপোর্ট দিয়েছিল পুলিশ, ট্রায়াল কোর্ট। পুলিশের সেই ক্লোজার রিপোর্ট খারিজ করে মেনকা গান্ধীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন মেনকা। কিন্তু দিল্লি হাইকোর্টও মানেকার বিরুদ্ধে সিবিআই তদন্তই চাইলো।
আরও পড়ুনঃ সাগর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা অগ্নিমিত্রার
বিচারপতি যোগেশ খান্না সিবিআইকে নোটিস দিয়েছেন, আদালত জানতে চেয়েছে বিজেপি সাংসদের আবেদনের ভিত্তিতে কী পদক্ষেপ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে গত ৪ ফেব্রুয়ারি সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের অবস্থান জানতে চায় দিল্লি হাইকোর্ট। ২০০৬ সালে বিজেপি নেত্রী এবং আরও দুজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। নিয়ম বহির্ভূত ভাবে একটি ট্রাস্টকে ৫০ লক্ষ টাকা অনুমতি দিয়েছিলেন মেনকা-সহ আরও দুইজন।
সিবিআইয়ের বিশেষ আদালত ওই সময় নির্দেশ দেয়, সরকারি টাকা অপব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তদন্ত চালিয়ে যাবে। তদন্তকারী সংস্থা সেই সময় ক্লোজার রিপোর্ট আদালতে জমা দিয়েছিলো ঠিকই, কিন্তু তা খারিজ হয়ে যায়। সেই কারণে এবার হাইকোর্ট সিবিআইয়ের জবাবদিহি চেয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584