দিল্লির বায়ু দূষণের বড় কারণ কি সেন্ট্রাল ভিস্তার নির্মাণ কাজ? কেন্দ্রের উত্তর চাইল সুপ্রিম কোর্ট

0
90

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

দিল্লির ভয়াবহ বায়ুদূষণ সংক্রান্ত এক মামলার শুনানি চলাকালে শীর্ষ আদালত সোমবার বলে, অভিযোগ রয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণ কাজের জন্যই কমছে না দিল্লির দূষণ, এবিষয়ে কেন্দ্রের উত্তর চায় আদালত।

Delhi Pollution Central vista
সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চের সামনে মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ সিং বলেন, দিল্লি ও এনসিআর-এর সর্বত্র যেকোন ধরণের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। শুধুমাত্র সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু রয়েছে। আইনজীবী সিং-এর বক্তব্য যে তাঁদের মতে সেন্ট্রাল ভিস্তা এমন কোন অপরিহার্য বিষয় নয় যে সে কাজ বন্ধ রাখা যাবে না। সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকা সত্বেও সুপ্রিম কোর্ট থেকে ঢিল ছোঁড়া দুরত্বে চালু রয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। আইনজীবী বিকাশ সিং বলেন, যতবড় নির্মাণ প্রকল্পহবে সেখান থেকে তত বেশী ধুলো উৎপন্ন হবে। সেন্ট্রাল ভিস্তা কি মানুষের জীবনের থেকেও দামী?

আরও পড়ুনঃ এয়ারটেল, ভোডাফোনের পথে হেঁটে প্রিপেড রিচার্জের দাম বাড়াচ্ছে মুকেশ আম্বানির জিও

সেই মুহূর্তে উত্তর দিতে অস্বীকার করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “ এই মুহূর্তে বায়ুদূষণের সমস্যা সামাল দিতে আমরা সকলে হিমশিম খাচ্ছি। সেক্ষেত্রে সমস্যা সেন্ট্রাল ভিস্তা হতে পারে বা কোন ইন্ডাস্ট্রি। ভাববেন না যে আমরা কিছুই জানিনা। আমরাও জানি এবং সলিসিটর জেনারেলকে উত্তর দিতে হবে।“

আরও পড়ুনঃ অধিবেশনের প্রথম দিনেই সেলফি বিতর্কে জড়িয়ে দুঃখপ্রকাশ কংগ্রেস সাংসদ শশী থারুরের

আদালত নির্দেশ দেয় যে, পিটিশনার -এর পক্ষ থেকে দিল্লির নির্মাণ কাজের বিষয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে। এই বিষয়ে সলিসিটর জেনারেলকে কেন্দ্রের উত্তর জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ২ ডিসেম্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here