কম্পিউটার নজরদারিতে সুপ্রীমকোর্টে কৈফিয়ত তলব

0
58

ওয়েবডেস্কঃ

কম্পিউটারে নজরদারি সংক্রান্ত গত বছরের ২৬ ডিসেম্বরের বিজ্ঞপ্তির প্রতুত্তর চেয়ে কেন্দ্র সরকারকে চিঠি পাঠাল সুপ্রিম কোর্ট।

গত বছরের ২৬ শে ডিসেম্বরে কেন্দ্র সরকার এক বিজ্ঞপ্তিতে জানায় যে সরকার চাইলে যেকোনো কম্পিউটারে নজরদারি চালাতে পারে এবং এই নজরদারি চালানোর জন্য সরকার দশটি সংস্থার ওপর দায়িত্ব অর্পণ করতে চলেছে।

তারপর ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জমা পড়ে । আগামী ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকারের ওই বিজ্ঞপ্তির প্রতুত্তর চেয়ে চিঠি পাঠাল শীর্ষ আদালত ।

বিশেষত ওই দশটি সংস্থাকে যেকোন কম্পিউটারে থাকা তথ্য বা নথি ঘেঁটে দেখার এবং তার বিশ্লেষণ করার পূর্ণ অনুমতি দেওয়ার কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে। কেন্দ্র তাদের ওই বিজ্ঞপ্তি জারি করেছিল ২০০০ সালে প্রণয়ন হওয়া ইনফরমেশন ও টেকনোলজি আইনের ৬৯(১) ধারা অনুযায়ী । যার ব্যাখ্যায় বলা যেতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে সরকার চাইলে যে কোন সংস্থাকে সন্দেহভাজন যে কোন কম্পিউটারে নজরদারি চালানোর দায়িত্ব দিতে পারে।

এরপর অবশ্য গোটা দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে মোদী সরকার । গত বছর ২৪ শে ডিসেম্বর কেন্দ্র সরকারের ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ ছুড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী মনোহর লাল শর্মা । তিনি দাবি তুলেছিলেন কেন্দ্র সরকার আসন্ন লোকসভা নির্বাচনে জেতার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে এবং সরকারের বিরুদ্ধচারণ করা ব্যক্তিদেরকে খুঁজে দেশকে একনায়কতন্ত্রিক শাসনে নিয়ন্ত্রণ করতে চায় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here