গুজরাটে কোভিড হাসপাতালে অগ্নিকান্ডের হলফনামা ঘিরে ক্ষোভ প্রকাশ সুপ্রিমকোর্টের

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

supreme court | newsfront.co
ফাইল চিত্র

রাজকোটের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গত সপ্তাহে, ৬ রোগীর মৃত্যু হয়। এই ঘটনায় গুজরাত সরকারকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের। রাজ্যের হলফনামা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের মন্তব্য, হাসপাতালে আগুন লেগে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে, এটা ঠিক কি ধরণের হলফনামা! বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই তথ্য ধামাচাপা দেওয়া বরদাস্ত করা হবে না।

এদিন গুজরাত সরকারের হলফনামা প্রসঙ্গে আদালত বলে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে অথচ অভিযুক্তরা জামিন পেয়ে গেছে। একের পর এক কমিশন গঠন হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে ঠিকঠাক হলফনামা জমা দেওয়ার বিষয়ে সচেতন হতে বলে শীর্ষ আদালত। রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন সলিসিটর জেনারেল। ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার আবার শুনানি হবে এই মামলায়।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের মিছিল

বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা এবং হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে গত শুক্রবার শুনানির সময় রাজকোটের হাসপাতালের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন, বিচারপতি অশোক ভূষণ, আর এস রেড্ডি এবং এম আর শাহ।

ওইদিন সকালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গুজরাতের রাজকোটের একটি কোভিড হাসপাতালে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৫ করোনা রোগীর, গুরুতর অগ্নিদগ্ধ হন ৬ জন। আইসিইউতে আগুন লাগার জেরে এমন ঘটনা ঘটে কিন্তু অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here