ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশের ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে, এলাহাবাদ হাইকোর্ট একটি সুয়ো মোটো মামলা দায়ের করে এবং যোগী সরকারকে নির্দেশ দেয় যুদ্ধকালীন তৎপরতায় গ্রামীণ অঞ্চলে কোভিড চিকিৎসায় অ্যাম্বুলেন্স, আইসিইউ, অক্সিজেন, বেড, সব হাসপাতাল এবং নার্সিংহোমে ব্যবস্থা করে দিতে হবে সরকারকেই।
![sc | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2021/05/sc-2.jpg)
সরকারকে মেডিক্যাল কলেজগুলো উন্নত করতে হবে অর্থাৎ সামগ্রিকভাবে উন্নত করতে হবে গণ স্বাস্থ্য ব্যবস্থার এবং তা করতে হবে সীমিত সময়ের মধ্যেই। গত ১৭ মে এই নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যোগী সরকারের তরফে আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আরও পড়ুনঃ বিয়ের অনুষ্ঠানে ভুরিভোজ করতে গিয়ে দিতে হল ‘ব্যাঙ লাফ’
অবসরকালীন বেঞ্চে শুনানির পরে বিচারপতি বিনীত সারন ও বিচারপতি বিআর গভাই হাইকোর্টের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন।”হাইকোর্টের এমন নির্দেশ দেওয়া উচিত নয় যা কার্যকর করা কঠিন” নির্দেশ সুপ্রিম কোর্টের।সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন হাইকোর্টের নির্দেশ অবশ্যই মানবিক কিন্তু এই নির্দেশ কার্যকর করা কঠিন।
মেহতা বলেন যে হাইকোর্ট তার নির্দেশে স্পষ্টভাবে বলেছে যে রাজ্যের প্রতিটি গ্রামে ২ টি করে আইসিইউ সুবিধাযুক্ত এম্বুলেন্স ব্যবস্থা করতে হবে এক মাসের মধ্যে। উত্তর প্রদেশে প্রায় ৯৭০০০ গ্রাম রয়েছে সেখানে প্রতিটিতে এই ব্যবস্থা এক মাসের মধ্যে করে ওঠা দুষ্কর।
আরও পড়ুনঃ সাহায্যের হাত! করোনা সংকটে কেন্দ্রকে প্রায় ১লক্ষ কোটি টাকা দিচ্ছে আরবিআই
হাইকোর্টের নির্দেশ কার্যকর করা যে সত্যিই কঠিন এমনকি মহামারী পরিস্থিতিতেও, তা মেনে নিয়ে ওই রায়ে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত এবং হাইকোর্ট যাতে এমন নির্দেশ না দেয় যে পালন করা কঠিন সেকথাও জানিয়ে দেয় দেশের সর্বোচ্চ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584