নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
টিউশন ফি নিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। স্কুলের টিউশন ফি কমানো নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যের ১৯ টি বেসরকারি স্কুল।
কিন্তু তাদের সেই আবেদনকে আজ, বুধবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কিছুটা স্বস্তি পেলেন অভিভাবকরা। উল্লেখ্য, বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে, ২০ শতাংশ টিউশন ফি কমাতে হবে এবং ২০২০-২১ অর্থবর্ষে স্কুলের ফি বৃদ্ধি করা যাবে না।
আরও পড়ুনঃ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা! অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস সৃজিত-নুসরতদের
এই বিষয়টি মেনে নিতে না পেরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গিয়েছিল স্কুলগুলি। তাদের আবেদন ছিল, এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু এদিন স্কুলগুলির সেই আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584