উত্তরপ্রদেশে পাঁচ শহরে লকডাউনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রীম কোর্টের

0
57

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে লখনৌ সহ পাঁচ শহরে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউনের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু যোগী সরকার লকডাউনে নারাজ। পাঁচ শহরে লকডাউন চললে প্রশাসনিক কাজে অসুবিধা হবে এই ‘যুক্তি’তে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয় উত্তরপ্রদেশ সরকার। সেই মামলায় মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রীম কোর্ট।

The Supreme Court | newsfront.co
ফাইল চিত্র

পাশাপাশি সুপ্রীম কোর্টের নির্দেশ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরপ্রদেশ সরকারের কি পরিকল্পনা সে বিষয়ে দ্রুত বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে জমা করতে হবে হাইকোর্টে।

যোগী সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান,উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই রাজ্যে করোনা মোকাবিলায় বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, তবে এই মুহূর্তে রাজ্যের পাঁচটি শহরের লকডাউন জারি করা হলে অসুবিধা হবে প্রশাসনিক কাজে।

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০, দৈনিক মৃত্যু ছাড়াল ১৭০০

তবে করোনা প্রতিরোধে কি কি ব্যবস্থা সরকার নিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। সলিসিটর জেনারেলের আবেদন বিবেচনা করে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের লকডাউনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here