ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গুজরাটের শিক্ষা ও আইন বিষয়ক মন্ত্রী বি. চুদাসামার বিধায়ক পদ বাতিলের হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাস্টিস মোহন এম. শান্তানাগুউদার ও জাস্টিস আর সুভাষ রেড্ডি এই ব্যপারে নোটিশ জারি করে।
গত ১২ ই মে গুজরাটের শিক্ষা ও আইন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়ক পদ বাতিল করে গুজরাট হাইকোর্ট।দীর্ঘ ২ বছরে ৭৩ টি শুনানির পর এই নির্দেশ দেন বিচারপতি পরেশ উপাধ্যায়।
আরও পড়ুন:দিল্লিতে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ২.২
২০১৭ সালে আমেদাবাদের ঢোলকা বিধানসভা কেন্দ্র থেকে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের অশ্বিনী রাঠোরকে মাত্র ৩২৭ ভোটে পরাজিত করেন। ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন অশ্বিনী রাঠোর। অভিযোগ ওঠে রিটার্নিং অফিসার তথা ঢোলকার ডেপুটি কালেক্টর ধবল জানি ভোট গণনার সময় কারচুপি করে ৪২৯টি পোস্টাল ব্যালট বেআইনিভাবে বাতিল করে তাঁকে নির্বাচনে জিততে সহায়তা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584