স্বস্তিতে ফিউচার গ্রুপ, সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

0
56

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

বৃহস্পতিবার ফিউচার গোষ্ঠীর পাইকারি ও খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত ফিউচার কুপন এবং ফিউচার রিটেল-এর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশের পাশাপাশি আদালত জানায়, রিল্যায়েন্স-ফিউচার চুক্তি নিয়ে আগামী এক মাস কোনও নির্দেশ দিতে পারবে না ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল (এনসিএলএটি), কম্পিটিশন কমিশন ইন্ডিয়া (সিসিআই), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

Supreme court on amazon

দুবছর আগে ফিউচার গোষ্ঠীর অংশীদারিত্ব কিনে সরাসরি ফিউচার গোষ্ঠীর ফিউচার কুপন সংস্থার অংশীদার হয় অ্যামাজন। এরপর ২০২০ সালে ফিউচার গ্রুপ তাদের খুচরো ও পাইকারি বাণিজ্য-সহ বেশ কয়েকটি শাখা বিক্রি করতে মুকেশ আম্বানির রিলায়্যান্সের সঙ্গে ২৪ হাজার ৭৩১ কোটি টাকার চুক্তি করে। তাতেই আপত্তি জানিয়ে সিঙ্গাপুরের আদালতে মামলা করে অ্যামাজন।

তাদের বক্তব্য ছিল, ফিউচারের অংশীদারিত্ব কিনতে প্রায় ২০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে কাজেই তাদের অনুমতি ব্যতীত অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া যায় না। সিঙ্গাপুরের আদালত অ্যামাজনের পক্ষে রায় দেয়। একই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টও।

আরও পড়ুনঃ দুষ্কৃতী ধরতে ভিন রাজ্যে হুমকির মুখে কলকাতা পুলিশ! সিবিআই বা সিআইডিকে মামলার তদন্তের আর্জি হাইকোর্টে

পরবর্তীতে সিঙ্গাপুরের আদালতের রায় অমান্য করার অভিযোগে অ্যামাজন দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করে। ফিউচার গোষ্ঠীর বেশ কয়েকটি কোম্পানি এবং গোষ্ঠীর প্রোমোটার কিশোর বিয়ানির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ওই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ফিউচার কুপন এবং ফিউচার রিটেল। বৃহস্পতিবার ওই মামলারই শুনানিতেই সম্পত্তি বাজেয়াপ্ত করায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here