নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লিতে প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে চলছে কৃষক বিক্ষোভ। এবার এই বিক্ষোভ নিয়ে কৃষকদের পক্ষে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত এই বিতর্কিত আইন স্থগিত রাখা যায় কি না তাও কেন্দ্রকে ভেবে দেখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং আগে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা বলল সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার কৃষি আইন নিয়ে দ্বিতীয় দফার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে তিন রাজ্য-দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, কেন্দ্রের মতামত শোনেন তিন বিচারপতি। তারপরই স্বাধীন কমিটি গঠনের সুপারিশ করেন তাঁরা। তবে এদিন আদালতে কৃষক সংগঠনের তরফে কেউ হাজির না থাকায় কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। আগামী সপ্তাহ থেকে অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুনঃ কৃষকদের সমর্থন জানিয়ে সরকারের ‘অত্যাচারে’র প্রতিবাদে আত্মঘাতী শিখ ধর্মগুরু
দিল্লিতে ২২ দিন পা রাখল কৃষক বিক্ষোভ। এদিন সুপ্রিম কোর্টে কৃষক আন্দোলন নিয়ে বেশ কয়েকটি জনস্বার্থ মামলার শুনানি হয়। তাতে সুপ্রিম কোর্টের বক্তব্য, যে কোনও আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তার মানে এই নয় যে অন্য কারও ব্যক্তি স্বাধীনতা বা মৌলিক অধিকারে ব্যাঘাত ঘটাবে। কৃষি আইন নিয়ে সমস্যা মেটাতে কমিটি গঠনের সুপারিশ করে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলন ঘিরে টেলিকম সংস্থার কর্পোরেট যুদ্ধ
সুপ্রিম কোর্ট জানায়, কৃষকদের সঙ্গে সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে সরকার। তাই এবার একটি স্বাধীন কমিটি গঠন করা প্রয়োজন। যেখানে কৃষির বিষয় জ্ঞান রয়েছে এমন সদস্যরা থাকবেন। তাঁদের কাছে কৃষক সংগঠন ও সরকার নিজেদের নিজেদের প্রস্তাব রাখবে। ওই কমিটিই দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করবে। তবে এই সমস্যা না মেটা পর্যন্ত কৃষক আন্দোলন চলতেই পারে বলে মতপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584