জাতীয় সড়ক আটকে ‘সত্যাগ্ৰহ’, কৃষকদের ভর্ৎসনা শীর্ষ আদালতের

0
50

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রায় ১১ মাস ধরে দিল্লি সীমানা আটকে যে প্রতিবাদ দেখাচ্ছেন কৃষকরা তা নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু এবার রীতিমতো ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট যন্তর মন্তরে কৃষকদের “সত্যাগ্রহ”র আর্জির জন্য।

Supreme court

“আপনারা তো পুরো শহরের শ্বাসরোধ করে রেখেছেন, এবার ভেতরে আসতে চাইছেন? স্থানীয়দের প্রতিক্রিয়া আপনারা জানেন? জাতীয় সড়ক আটকে আপনারা শান্তিপূর্ন প্রতিবাদ করছেন? নাগরিকদের স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর অধিকার এবার বন্ধ হওয়া প্রয়োজন। আপনারা তো জাতীয় সড়ক আটকে জাতীয় সম্পত্তি নষ্ট করছেন। আপনাদের যদি বিচারব্যবস্থার উপর ভরসা থাকে, তাহলে প্রতিবাদ না করে শুনানি করুন জরুরি ভিত্তিতে”, এমনটাই বক্তব্য আদালতের।

আরও পড়ুনঃ নিরাপত্তায় মোড়া হচ্ছে ভবানীপুর, হাইভোল্টেজ রবিবার

কৃষক সংগঠনের দাবি ছিল,প্রশাসনকে নির্দেশ দিক শীর্ষ আদালত তাদের শান্তিপূর্ন ‘সত্যাগ্রহ’ পালনের জায়গা দিতে।অনুমতি চেয়ে শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়েছিল কৃষক সংগঠন কিষান মহাপঞ্চায়েত।সেই অনুমতির প্রেক্ষিতেই এ দিন ভর্ৎসনা করেছেন বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি রবিকুমারের বেঞ্চ। অবশ্য কৃষক সংগঠনের পক্ষ থেকে তাদের আইনজীবীর বক্তব্য, ‘তারা সড়ক আটকে রাখেননি। পুলিশই আটকে রেখেছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here