নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
CAA বিরোধিতায় প্রতিবাদীদের থেকে ক্ষতিপূরণ আদায় করছে যোগী আদিত্যনাথ সরকার। অবিলম্বে তা বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ উত্তর প্রদেশ সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে, আদালত বলে দ্রুত এই প্রক্রিয়া বন্ধ কর্তে হবে উত্তর প্রদেশ সরকারকে অন্যথায় আদালত সব মামলা খারিজ করে দেবে।
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনচলাকালে সুপ্রিম কোর্টের এমন নির্দেশে ভালোরকম নাক কাটা গেল যোগী সরকারের এমনটাই বলছেন বিরোধীরা। মোদী সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঝড় ওঠে, উত্তর প্রদেশও তার ব্যতিক্রম নয়। সেই সব বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয় সরকারি সম্পত্তি সহ অনেক কিছুই।
একমাত্র যোগী সরকারই ব্যতিক্রমীভাবে প্রতিশোধমুলক ব্যবস্থা নিতে শুরু করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিক্ষোভে জড়িত থাকা ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের রাস্তায় হাঁটে উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পি এ টিটু নামক এক ব্যক্তি । সেই মামলার শুনানিতেই যোগী সরকারকে এই নির্দেশ দিল আদালত। এজন্য উত্তরপ্রদেশ সরকারকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ রাহুল গান্ধীর সঙ্গে মুসকান খান- সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি ফেকঃ দ্য কুইন্ট ফ্যাক্ট চেক
এদিন মামলাকারীর আইনজীবী আদালতে জানান, শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিদের কোনও ভিত্তি ছাড়াই সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ পাঠানো হচ্ছে। এদিন ছ’ বছর আগে মৃত ৯৪ বছরের এক ব্যক্তির নামে পাঠানো নোটিশ আদালতে পেশ করেন তিনি, এছাড়াও ৯০-এর বেশি বয়সি ব্যক্তিদের যাঁদের নোটিস পাঠানো হয়েছে সেকথাও আদালতে জানান মামলাকারীর আইনজীবী। তাঁর প্রশ্ন এই বয়সের কোন ব্যক্তি কিভাবে হিংসাত্মক কাজে যুক্ত থাকতে পারেন!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584