শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গণতান্ত্রিক দেশে যে কোনও সাধারণ নাগরিকের কোনও কিছু বেঠিক মনে হলে দৃষ্টি আকর্ষণ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। তার জন্য পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। সম্প্রতি রাজাবাজারের একটি ঘটনায় বিশৃঙ্খলা ও ভিড়ের ছবি পোস্ট করে তৃণমূল সরকারকে ভর্ৎসনা করায় দিল্লির এক মহিলাকে সমন পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তার প্রেক্ষিতেই এদিন পালটা কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।
রাজ্য সরকার ও শাসকদলের নেতাদের সামালোচনা করলেই পশ্চিমবঙ্গে গ্রেফতার হতে হয়েছে বহু সাধারণ মানুষকে। অম্বিকেশ মহাপাত্রের ঘটনা থেকেই সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এভাবেই লকডাউনের মধ্যে রোশনি বিশ্বাস নামের একজন ফেসবুক ইউজার রাজাবাজারের বিশৃঙ্খলা ও ভিড়ের ছবি পোস্ট করে তৃণমূল সরকারকে ভর্ৎসনা করেন। এর প্রেক্ষিতে গত ১৩ মে রোশনি বিশ্বাস নামে দিল্লির বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এফআইআর করে কলকাতা পুলিশ।
আরও পড়ুনঃ পরকীয়া সন্দেহে তিলজলায় স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা স্বামীর
কলকাতা পুলিসের সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা।বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলে মামলা। মামলার রায়ে পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিসকে কড়া ভর্ৎসনা করেছে আদালত।
আদালত জানিয়েছে, পুলিস যদি সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিতে চায়, তাহলে আগামীদিনে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে। লকডাউনে এরকম একটি বিশৃঙ্খলার ছবি তুলে ধরে ওই মহিলা কোনও ভুল করেননি। কলকাতা পুলিশের সমন পাঠানো সম্পূর্ণ আইন-বহির্ভূত ও অনৈতিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584