নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সশরীরে নিতে চাওয়া অন্ধপ্রদেশ সরকারকে সতর্ক করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ‘যদি প্রাণহানির ঘটনা ঘটে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে’।এ বিষয়ে ২৪ জুনের মধ্যে কোর্টকে অন্ধপ্রদেশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। অন্ধপ্রদেশ সরকারের হয়ে শীর্ষ আদালতে সওয়ালকারী আইনজীবী জানান যে সরকার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অফলাইনে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১ জুলাই।
তখন বিচারপতি এ এম খান উইলকর ও দীনেশ মহেশ্বরী গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ প্রশ্ন করে যে এ বিষয়ে দেরি না করে অন্যান্য রাজ্যগুলির মত সিদ্ধান্ত কেন নিচ্ছে না অন্ধ্রপ্রদেশ সরকার। একই সঙ্গে আদালত জানতে চায় পরীক্ষার্থীর সংখ্যাও।
'If There Is One Fatality, We'll Make State Responsible' : Supreme Court Tells Andhra Pradesh Govt On Holding Class 12 Exams. @AndhraPradeshCM https://t.co/7AxxLVPqcf
— Live Law (@LiveLawIndia) June 22, 2021
পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ শুনে বিচারপতিগণ সতর্ক করে জানান -যেখানে কোভিডের দ্বিতীয় তরঙ্গের কারণে সিবিএসই, আইসিএসই ও প্রায় ২০ রাজ্যের বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কি অন্ধপ্রদেশ সরকার সত্যি সত্যিই ৫ লক্ষ পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা নিতে চায়?
আরও পড়ুনঃ আগামী বাজেট অধিবেশনেই সিএএ ও কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশের ঘোষণা স্টালিনের
জবাবে সরকারের আইনজীবী জানান যে, সব ধরনের কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। একটা হলে ১৫ জনের বেশি জন পরীক্ষার্থী না বসে তার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুনঃ রামমন্দিরের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষাধিক টাকার প্রতারণা
আদালত তখন সতর্ক করে বলে দুর্ঘটনা কিছু ঘটলে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২৪ জুনের মধ্যেই আদালতকে জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584