নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গত দু’মাস ধরে দক্ষিণ দিল্লির শাহিনবাগে মহিলা এবং শিশুরা কেন্দ্র সরকারের অসাংবিধানিক আইন সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ করে চলেছে।
প্রায় লাখের কাছাকাছি বিক্ষোভকারী এই আন্দোলনে রয়েছেন। সিএএ-র পাশাপাশি এনআরসি-এনপিআর লাগু হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ তাদের।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের দাবি সংরক্ষণ মৌলিক অধিকার নয়, রায় নিয়ে দ্বিমত বিরোধীদের
আজ দেশের শীর্ষ আদালত শাহিনবাগের এই আন্দোলনকে ‘অনির্দিষ্ট’ বলে দাবি করে দিল্লি পুলিশ ও কেন্দ্র সরকারকে নোটিশ দিয়েছে। নোটিশে আর্জি জানানো হয়েছে এই বিক্ষোভ তুলে নেওয়ার জন্য। বলা হয়েছে রাস্তা আটকে রেখে দিনের পর দিন এরকম অনির্দিষ্ট বিক্ষোভ চলতে পারে না।
সুপ্রিম কোর্ট আজ একটি পিটিশনে কেন্দ্রকে জানিয়েছে, বিক্ষোভকারীদের আন্দোলন চালানোর অধিকার রয়েছে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য এইভাবে সরকারি রাস্তা আটক করে বিক্ষোভ চলতে পারে না।
এতে সাধারণ জনগণের চলাচলের অসুবিধা হচ্ছে এবং অসহযোগিতার কারণ হয়ে উঠছে। শীর্ষ আদালতে ১৭ ফেব্রুয়ারি এই বিষয়ে মামলা শুরু হবে।
যদিও এই বিষয়ে কোর্ট কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার আগে বিক্ষোভকারীদের সাথেও আলোচনার পথ খোলা রেখেছে। তারপরেই কোনও পাকাপাকি রায় দেওয়া হবে বলে জানিয়েছে কোর্ট।
শুক্রবার শীর্ষ আদালতে শাহিনবাগে রাস্তা ব্লক করে বিক্ষোভের বিরুদ্ধে দুটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জমা পড়েছে। কোর্ট জানিয়েছে এগুলোর পরিপ্রেক্ষিতে সোমবার আদালতে কথা বলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584