নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিচারপতি শ্রী অরুণ মিশ্রের নেতৃত্বেসুপ্রীম কোর্টের তিন সদস্যের বেঞ্চ ৩১ আগষ্ট সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ইদানিং কালের সবথেকে বেশি আলোচিত আইনজীবী শ্রী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রায় ঘোষণা করতে চলেছে।
আরও পড়ুনঃ জেইই-এনইইটি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ বিশ্বজুড়ে, সামিল আন্তর্জাতিক পরিবেশবিদরাও
প্রশান্ত ভূষণের দুইটি টুইটের কারণে তাঁর বিরুদ্ধে সুয়ো মোটো আদালত অবমাননার নোটিশ দেয় সুপ্রীম কোর্ট। ১৪ আগস্ট তাঁকে ফৌজদারি বিধি অনুযায়ী দোষী সাব্যস্ত করে আদালত।
বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল; আদালত শ্রী ভূষণকে ক্ষমা প্রার্থনার সুযোগ দেয় কিন্তু অভিযুক্ত আইনজীবী অস্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করতে। অবশেষে সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে আদালত এই মামলার রায় ঘোষণা করতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584