ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিডে অনাথ হওয়া শিশুদের অবৈধ দত্তকের বিরুদ্ধে কড়া নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সোশ্যাল মিডিয়ায় ইদানিং বহু পোস্ট দেখা যাচ্ছে যার বক্তব্য, যেসকল শিশুরা করোনা অতিমারীর ফলে পিতৃমাতৃহীন হয়ে পড়েছে তাদের দত্তক নেওয়ার আবেদন জানিয়ে। যা শুধু বেআইনি নয় লঙ্ঘন করছে জুভেনাইল জাস্টিস অ্যাক্টও। আইনজীবী শোভা গুপ্তা এই বিষয়ে শীর্ষ আদালতের পদক্ষেপ চেয়ে আবেদন জানান।
বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে আবেদন জানায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। কমিশন জানায়, গত মে মাস পর্যন্ত তাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছে এই বিষয়ে যে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও বহু মানুষ এই শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন এবং তাঁদের দাবি এই শিশুদের দত্তকগ্রহণ করতে তাঁরা সাহায্য করবেন। কমিশন জানায় যা সর্বৈব অবৈধ। দত্তক প্রক্রিয়া তখনই আইনের চোখে বৈধতা পাবে যখন তা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ২০১৫-র মাধ্যমে সম্পন্ন হবে। কমিশনের পক্ষে একথা জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কে এম নটরাজ।
আরও পড়ুনঃ আর্থিক প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত মহাত্মা গান্ধীর প্রপৌত্রী, ৭ বছরের কারাদণ্ড
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ে ১ এপ্রিল ২০২১ থেকে ৫ জুন ২০২১ এই সময়ের মধ্যে দেশজুড়ে পিতৃমাতৃহীন হয়েছে ৩৬২১ জন শিশু, ২৬১৭৬ জন শিশু কোন একজন অভিভাবককে হারিয়েছে এবং ২৭৪ জন শিশুকে পরিবার থেকে পরিত্যক্ত করা হয়েছে। আর এই সময়কালের মধ্যেই করোনায় মৃত্যুর তীব্রতম অভিঘাত এসেছে দেশে।
আরও পড়ুনঃ পরীক্ষায় ছাড়, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আসিফ ইকবালের
পাশাপাশি শিশু সুরক্ষা কমিশন আদালতে আবেদন করে, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয় এই শিশুদের কোন রকম ব্যক্তিগত তথ্য যাতে তারা কোনো পাবলিক ডোমেনে প্রকাশ না করে। তাতে শিশু পাচারের আশঙ্কা বেড়ে যায় বহুগুণ। বিচারপতি নাগেশ্বর রাও জানিয়েছেন এবিষয়ে প্রয়োজনীয় যাবতীয় নির্দেশ দিতে দেশের শীর্ষ আদালত প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584