নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ছড়ালে দায়ী করা হবে মুসলিম সম্প্রদায়কে। মহরমের শোভাযাত্রা খারিজ করে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মহরমের শোভাযাত্রায় অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার তা খারিজ করে দিল শীর্ষ আদালত।
রায়দানের সময় প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশের ফলে ‘বিশৃঙ্খলা’ তৈরি হবে। এরকম রায়ের ফলে পুরো সম্প্রদায়ের মানুষকেই সমস্যার মুখে পড়তে হতে পারে। বেঞ্চের তরফে বলা হয়, ‘সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশ দেওয়া সম্ভব নয়। তার ফলে বিশৃঙ্খলা তৈরি হবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ওই নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হবে। আমরা সেটা চাই না।’
আরও পড়ুনঃ অনুরাগ, প্রভাসের বিরুদ্ধে এফআইআর-এর আবেদন খারিজ
নিজের পিটিশনে আবেদনকারী সইদ কালবে জাভেদ জানান, জৈন ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনে প্রার্থনার জন্য মুম্বইয়ের তিনটি মন্দির খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরে রথযাত্রার জন্য একইরকম ছাড় দেওয়া হয়েছিল বলে পিটিশনে জানিয়েছিলেন আবেদনকারী।
আরও পড়ুনঃ পেইড নিউজের চেয়ে ফেক নিউজ বেশি ক্ষতিকরঃ প্রকাশ জাভেরকর
সেই আর্জির প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে, ‘জৈন (ধর্ম) এবং পুরীর জগন্নাথ মামলায় আমরা ঝুঁকির মাত্রা মূল্যায়ন করা গিয়েছে। কারণ সেটা একটি নির্দিষ্ট জায়গায় হচ্ছিল। আপনি সারাদেশের জন্য আর্জি জানিয়েছেন।’ ডিভিশন বেঞ্চ জানায়, ‘যদি একটি জায়গার জন্য আর্জি জানানো হত, তাহলে বিষয়টি বিবেচনা করে দেখা যেত। কিন্তু সমগ্র দেশের জন্য এই আর্জি খারিজ করতেই হল। করোনা পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি নেওয়া যাবে না। তাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584