সাফ গেমসে ভারতের হয়ে সোনা জিতলেন কোলাঘাটের সুপ্রিয় মন্ডল

0
64

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

সাফ গেমসে ভারতের হয়ে সোনা জিতলেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সুপ্রিয় মন্ডল। নেপালে অনুষ্ঠিত ১৩ তম সাফ গেমসে ২০০ মিটার বাটার ফ্লাই বিভাগে সুপ্রিয় দেশের হয়ে সোনা জিতলেন।

বিজয়ী সুপ্রিয় মন্ডল। ছবিঃ প্রতিবেদক

মনে হয় সঞ্জীব চক্রবর্তীর পর, এত বছর পরে সুপ্রিয়ই এত বড় সাফল্য পেল আন্তর্জাতিক স্তরে। কোলাঘাট-সহ সারা মেদিনীপুরের গর্ব সুপ্রিয় বাংলা থেকেও একক ভাবে সোনা পেয়েছে।

কোলাঘাটের সাহাপুর গ্রামের সুকুমার মন্ডল ও সুলেখা মন্ডলের বড় ছেলে সুপ্রিয় মন্ডল ছোট থেকে বরাবরই লাজুক প্রকৃতির। পরিবার সূত্রে জানা গেছে, পড়াশুনায় তেমন না হলেও ছোট থেকেই সাঁতারে পারদর্শী ছিল সে। কোলাঘাট স্কুলের প্রাক্তন ছাত্র সুপ্রিয়র সাঁতারে হাতে খড়ি কোলাঘাট সুইমিং সেন্টারে।

বর্তমানে সে ব্যাঙ্গালোরে ডলফিন অ্যাকুয়াটিকে অনুশীলনরত। পাশাপাশি ভারতীয় রেলে চাকুরীরত। পরিবারের মতে, খেলাধুলাতে তার চর্চা ছিল বহুদিন থেকেই। দেশের হয়ে সোনা জেতাটা ছিল শুধু অপেক্ষা মাত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here