ওয়েব ডেস্ক, নিউজফ্রন্ট:
গোটা দেশ যখন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকাহত, তখন ট্রেনের টিকিট নিয়ে গুুজরাটের সুরাটে বিজেপি কর্মীদের প্রতারণা- মারধোরের দুটো ঘটনা প্রকাশ্যে এল।
৯ই মে থেকে সুরাটে সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে।তখন উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড থেকে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেনের টিকিট নিয়ে প্রতারণা করতে দেখা গেল বিজেপি কর্মীদের।শ্রমিকদের কাছে তিনগুণ দামে টিকিট বিক্রির অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বেশি টাকা দিয়েও টিকিট না পাওয়ার কথা বলে টাকা ফেরত চাইতে যাওয়ায় রক্তাক্ত হতে হল ঝাড়খণ্ডের এক শ্রমিককে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ঐ শ্রমিক দাবি করছেন যে তারা ওই স্থানীয় বিজেপি নেতাকে টিকিট কাটার জন্য মোট ১ লক্ষ ১৬ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু টিকিট চাইতে গেলে টিকিট ও টাকা ফেরত না দিয়ে উল্টে মারধর শুরু করে ঐ রাজেশ বর্মা নামক বিজেপি কর্মী ও তার লোকজন।
কয়েকদিন আগে এরকমই আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য নেতা অমিতসিন রাজপুতের ভাই অমরসিন রাজপুত ৭১০ টাকার টিকিটের জন্য শ্রমিকদের কাছে হাজার টাকা করে চাইছেন ।
শারীরিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পরও পুলিশ ব্যাপারটিকে সাধারণভাবে নিচ্ছে বলে অভিযোগ। সুরাট এসিপি এএম পারমার জানান শ্রমিক ও পার্টিকর্মীদের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।অন্যদিকে সুরাট বিজেপি প্রধান নিতিন ভাজিওয়ালা রাজেশ বার্মাকে বিজেপির কর্মী মেনে নিতে অস্বীকার করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584