নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী- প্রযোজক সুচন্দ্রা ভানিয়া এবার পরিচালকের ভূমিকায়। তাঁর পরিচালনায় আসছে ভিন্নধর্মী স্বল্প দৈর্ঘের ছবি ‘সূর্পণখার আগমন’। নামটা শুনলেই বাল্মীকি মুনির ‘রামায়ণ’-এর কাহিনি চোখের সামনে ভেসে ওঠে। লঙ্কার রাজা রাবণের সহোদরা সূর্পণখা।
ঋষি বিশ্রভা এবং কৈকেসীর কন্যাা সূর্পণখাকে বাল্মীকি কুৎসিত রূপেই বর্ণনা করেছেন। সূর্পণখা রামকে প্রেম নিবেদন করলে রাম তা প্রত্যাাখান করেন এবং তাঁকে লক্ষণের কাছে পাঠান। লক্ষণের কাছেও চূড়ান্ত অপমানিত হন সূর্পণখা।
দ্বৈত প্রত্যাখানের একমাত্র কারণ সীতা, এটা ভেবে নিয়ে সূর্পণখা সীতাকে ধ্বংস করতে উদ্যত হলে রামের নির্দেশে লক্ষণ তরবারি দিয়ে সূর্পণখার নাক ও কান কেটে ফেলেন। আজীবন অপমানের স্বাক্ষর হয়ে যা রয়ে গেছে। এই কাহিনি সকলেরই কমবেশি জানা।
রামায়ণের নায়িকা যদি সীতা হয়, খলনায়িকা তবে সূর্পণখা- এমন ভাবনা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আত্মপক্ষ সমর্থনের বিষয়ও তো থেকে যায়। থেকে যায় দুই নারীর যন্ত্রণার কথা। সমসাময়িক প্রেক্ষাপটে মুখোমুখি হয় দুই নারী- সীতা এবং সূর্পণখা।

ব্যক্ত হয় অনেক না জানা কথা। সেই ভাবনা থেকেই সুচন্দ্রা ভানিয়া’র প্রযোজনায় ও পরিচালনায় জাস্ট স্টুডিও অরিজিনালসে আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সূর্পণখার আগমন’ (The Awakening)।
আরও পড়ুনঃ আসছে ‘দুর্গা দুর্গতিনাশিনী’, মহিষাসুরমর্দিনীর চরিত্রে মিমি চক্রবর্তী
পুরুলিয়ার নীলডি পাহাড়ের কোলে সাঁওতালি প্রেক্ষাপটে লোকগান, ছৌ নাচের জমজমাট এক চলচ্ছবি নিয়ে শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এই ছবির বিশেষত্ব হল, টলিপাড়ার পেশাদার কোনও শিল্পী নয়, ছবিতে অভিনয় করতে দেখা যাবে পুরুলিয়ার সাঁওতালি সম্প্রদায়ের দুই অভিনেত্রীকে। ছবির প্রায় অনেকটা অংশ জুড়েই ছৌ নাচের বিশেষ ভূমিকা থাকছে।
প্রায় কুড়িজন ছৌ শিল্পী তাঁদের নিজস্ব দক্ষতায় ছবিটিতে অভিনয় করেছেন। লকডাউনের এই সময় অনেকের মতোই কর্মহীন হয়ে পড়েছিলেন পুরুলিয়ার ছৌ শিল্পীরাও। জাস্ট স্টুডিও’র ‘প্রয়াস’- এর এই উদ্যো্গে নতুন করে আবার কাজে ফিরলেন তাঁরা।
আরও পড়ুনঃ একে অপরের প্রতিদ্বন্দ্বী শাশ্বত-রুদ্রনীল
প্রসঙ্গত, ছবিতে ইংরাজি, বাংলা এবং সাঁওতালি মূলত এই তিনটি ভাষার ব্যাবহার করা হয়েছে। ‘সূর্পণখার আগমন’ নামের স্বল্পদৈর্ঘ্যের এই ছবি দিয়েই ডিরেক্টরিয়াল ডেবিউ করছেন সুচন্দ্রা ভানিয়া। শুরু হল তাঁর এক নতুন জার্নি। পুরুলিয়াতেই এই ছবির পরিচালনার কাজ সেরেছেন তিনি।
ছবিটির টেকনিক্যাল ডিরেক্টর প্রতীক দাশ এবং চিত্রনাট্যই ও সংলাপ লিখেছেন চন্দ্রদয় পাল। ছবিটি সম্পাদনা করছেন সৌরভ মন্ডল। মিউজিক এই ছবির গুরুত্বপূর্ণ অংশ, ফলে মিউজিকের কাজটি যে অত্যন্ত দক্ষতার সঙ্গেই হবে তা বলাবাহুল্যা।
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্যের ওপর রয়েছে এই ছবির সঙ্গীত পরিচালনার ভার। খুব তাড়াতাড়ি দেখা যাবে জাস্ট স্টুডিও’র সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সূর্পণখার আগমন’ এর ফার্স্ট লুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584