সুদীপ পাল, বর্ধমানঃ
আচমকা পরিদর্শনে গিয়ে হাসপাতালে রোগীদের সমস্যার কথা শুনলেন পূর্ব বর্ধমান ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল। আচমকাই তিনি হাজির হয়েছিলেন ভাতার স্টেট জেনারেল হাসপাতালে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। দেখা যায় একটি বিছানায় দুজন করে রোগী রয়েছেন। রোগীরা তাঁদের সমস্যার কথা বিধায়ককে জানান। ওয়ার্ডের বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষন রোগীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে তাঁর কাছে অভিযোগ জানান রোগীদের একাংশ। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় ওয়ার্ডের শৌচাগারগুলিও তিনি দেখেন। শৌচাগারের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন সুভাষবাবু।
তিনি বলেন, ‘ওয়ার্ড বয়’দের বলেছি যাতে নিয়মিত শৌচাগার পরিষ্কার রাখা হয়। রাজ্যে পরিবর্তন হওয়ার পর গ্রামীণ হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হয়েছে ভাতারের এই হাসপাতালকে। দ্রুত কাজ চলছে এখন। রোগীদের কথা তিনি শুনে তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। একইসাথে যে নিয়ম হাসপাতাল কর্তৃপক্ষ চালু করেছে তা মেনে চলার কথা তিনি রোগীদের বলেন। তিনি বলেন, জানালায় জাল দেওয়া হয় মশা আটকানোর জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে, জাল ছিঁড়ে বাইরে খাবার ফেলা হচ্ছে। এগুলো যাতে না হয় সে বিষয়ে তিনি রোগীদের সচেতন করেন। হাসপাতালে পড়ে বিধায়ক একটি স্মরণ সভায় হাজির হন।
আরও পড়ুনঃ বাংলায় কোনও এনআরসি হবে না, জানালেন মমতা
বামুনারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রবোধ রায়ের (৫৫) মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। পঞ্চায়েতের সঞ্চালক তিনি ছিলেন। স্মরণসভায় উপস্থিত হয়ে সুভাষবাবু তাঁর প্রশংসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584