কলকাতায় ১২০ কিমি রাস্তায় সাইকেল লেনের প্রস্তাব সমীক্ষক সংস্থার

0
74

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

cycle ride | newsfront.co
প্রতীকী চিত্র

আনলক পর্বে যখন রেল পরিষেবা বন্ধ ছিল, করোনাসংক্রমণ রুখতে তখন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মানুষের একমাত্র সঙ্গী হয়েছিল সাইকেল। তাই এবছর তুলনামূলকভাবে বেড়েছে সাইকেলের চাহিদাও। এবার কলকাতায় ১২০ কিলোমিটার রাস্তায় সাইকেল লেন তৈরির প্রস্তাব দিয়েছে সমীক্ষক সংস্থা। বিভিন্ন সাইকেল প্রেমী সংগঠনের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে কেএমডিএ। কলকাতা পুলিশের সঙ্গে দ্রুত আলোচনাক্রমে ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেই জানিয়েছেন কেএমডিএ আধিকারিক। তেমনটাই দাবি করেন এই আলোচনা সভার অন্যতম উদ্যোক্তা বিনয় জাজু।

আরও পড়ুনঃ আয়ুর্বেদিক-হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়াল রাজ্য

বেসরকারি ওই সংস্থার মতে, কলকাতায় পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর প্রয়োজন। সেক্ষেত্রে একদিকে যেমন সাইকেল উপযুক্ত, তেমনি ভাবে অন্যদিকে, অন্যান্য পেট্রোল-ডিজেল জাতীয় গাড়ির বৈদ্যুতিককরণের উপর জোর দিতে হবে। তাহলেই সামগ্রিকভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কলকাতাকে আরও আধুনিকতার দিকে নিয়ে যাওয়া সম্ভব। বিদেশের যে কোনও শহরে ইলেকট্রিক যানবাহনের পাশাপাশি সাইকেল লেনের উপরও জোর দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here