নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একদিকে আত্মসমালোচনা অন্যদিকে বাম বিরোধী দলগুলিকে বিঁধে ভোট বৈতরণী পেরোতে চাইছে সিপিএম।৩৪ বছর বাম রাজত্বের অবসানের পরে বহু বাম কর্মী দলত্যাগী হয়ে নাম লিখিয়েছে টিএমসি বিজেপির খাতায়। এবার সেই কর্মীদেরই কাছে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে ও কর্মীদের দলত্যাগী হওয়ার পিছনে নিজেরাও যে দায়ী তা কার্যত মেনে নিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক।তাই ২০১৯ এর নির্বাচনের আগে সব ভুল শুধরে নিতে আত্মসমালোচকের ভূমিকায় রাজ্য সিপিএম।পাঁচ রাজ্যে বিজেপির হারে দলীয় কর্মীদের উৎফুল্ল না হওয়ার পরামর্শ দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক।
পাশাপাশি মেদিনীপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বিজেপি এবং রাজ্য সরকারের সমালোচনায় টিএমসিকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন সূর্যকান্ত মিশ্র।উল্লেখ্য ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগেই ফেডারেল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ফ্রন্টে বাম দলগুলি যে শামিল হবে না তাও কার্যত পরিষ্কার করে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র।পরিবর্তে আগামী বছরের ১৩ ই ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিচ্ছে সিপিএম।
আরও পড়ুন: স্কুলে শিক্ষকদের আসার দাবীতে পড়ুয়াদের পথ অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584