সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ‘অপপ্রচার’, লালবাজারে অভিযোগ দায়ের সূর্যকান্ত মিশ্রের

0
53

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সিপিএমকে হিন্দু বিরোধী তকমা দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করতে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে সাম্প্রদায়িক অপপ্রচার চালানো হচ্ছে। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন দলের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

cpim leader | newsfront.co
সীতারাম ইয়েচুরি। ফাইল চিত্র

তার অভিযোগে সূর্যকান্ত বাবু জানিয়েছেন, ‘ইন্ডিয়া রাগ’ নামে একটি অনলাইন পোর্টাল বিরুদ্ধে সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তার বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সিপিএম বিরোধী মনোভাব তৈরী হলে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ফায়দা হবে। তাই পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটানো হয়েছে।

আরও পড়ুনঃ করোনা রোগীর চিকিৎসক, পরিবারকে ফের হেনস্থার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

সিপিআইএমের রাজ্য শাখার তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সিপিআইএম সাধারণ সম্পাদকের মুখে কিছু সাম্প্রদায়িক বক্তব্য বসিয়ে প্রচার করা হচ্ছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া তৈরির জন্য এই কাজ করা হয়েছে। এব্যাপারে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here