ডিওয়াইএফের সম্মেলনে সুশান্ত ঘোষ

0
575

শুভেন্দু হাওলাদার,ঝাড়গ্রামঃ

দলের যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর জেলা সম্মেলনে এসে রাজ্য সরকার ও বিজেপি কে তুলোধোনা করলেন সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।রবিবার গোপীবল্লভপুর যাত্রা ময়দানে দলের যুব সংগঠনের সম্মেলন উপলক্ষে জনসভায় সুশান্ত বাবু বলেন,ধর্মের নামে অশান্তির আগুন লাগাতে চাইছে বিজেপি।রাজনীতির সঙ্গে ধর্মের খেলা চলছে।আচ্ছে দিনের ছোঁয়ায় পেট্রোলের দাম ১০০ ছুঁই ছুঁই করছে।

নিজস্ব চিত্র

জনসভায় সেই সময়ের রক্তাক্ত জঙ্গলমহল ও কিষাণজির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বলেন,নীল সাদা সেতু গুলো রোজ একটা একটা ভেঙে পড়ছে।মাঝেরহাট সেতু নির্মাণে চারবার টেন্ডার হলো কিন্তু নিজের লোক না পাওয়া যাওয়ায় সেতুর কাজ হলো না।শিল্প হিসেবে রাজ্যে নিয়ে আসা হয়েছে তেলেভাজা শিল্প,এর চেয়ে লজ্জা আর কি হতে পারে এ রাজ্যে এখন প্রাইমারিতে চাকরি পেতে ১৫লক্ষ আর হাই স্কুলে২২লক্ষ টাকা লাগছে।দিদিমনির আমলে এটাই রাজ্যের উন্নয়ন বলে কটাক্ষ করেন সুশান্ত ঘোষ। ভারতী ঘোষের নাম না করে তিনি বলেন,মঞ্চে মুখ্যমন্ত্রীকে মা বলা পুলিশ অফিসারটি তোলাবাজিতে এক নম্বরে ছিলেন।৮০ হাজার থেকে এক লক্ষ টাকা তিনি তোলা নিতেন আলুর গাড়ি থেকে,তিনি ছিলেন জেলার অলিখিত সভাপতি।মা তার এইসব কীর্তি কি জানতেন না বলে প্রশ্ন তোলেন সুশান্ত বাবু।

আরও পড়ুনঃ কোচবিহার অ্যানিম্যাল রেসকিউ সংস্থার সচেতনতা মূলক শোভাযাত্রা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here