সন্ত্রস্ত জঙ্গলমহলের শালবনিতে ভোট প্রচারে স্বমহীমায় সুশান্ত ঘোষ

0
86

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নির্বাচন কমিশনের পক্ষ থেকেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও দলীয়ভাবে প্রার্থী তালিকা এখনও ঘোষণা সম্পন্ন হয়নি। প্রার্থীদের নাম ঘোষণা না হলেও জনসংযোগ সারছেন বিজেপি, তৃণমূল থেকে বাম নেতৃত্ব প্রত্যেকেই।

mla | newsfront.co
নিজস্ব চিত্র

প্রার্থী তালিকা ঘোষণা না হলেও একরকম নিশ্চিত এবারের ভোটের লড়াইয়ে থাকছেন প্রাক্তনমন্ত্রী, গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ। প্রাক্তন মন্ত্রী তথা একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষের এইবার বিধানসভায় শালবনী কেন্দ্রে প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত।

villagers | newsfront.co
জনসংযোগে সুশান্ত ঘোষ। নিজস্ব চিত্র

শুধুমাত্র দলীয় সূত্রে সবুজ সঙ্কেত পেয়েই শালবনীর গ্রামে গ্রামে ঘোরা শুরু করে দিয়েছেন প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী। একটি ভিডিও ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে, যাতে স্পষ্ট দেখা এবং শোনা যাচ্ছে শালবানীর একটি গ্রামে দাঁড়িয়ে সুশান্ত কয়েকজন মহিলাকে বলছেন, “মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে।”

আরও পড়ুনঃ মঞ্চে কানধরে ওঠবোস করে বিজেপিতে যোগ পিংলার তৃণমূল ত্যাগী বাচ্চু’র

এদিন চুপিসারে ভোট প্রচার স্বার্থে গিয়ে তিনি গ্রামের মানুষের কাছে তুলে ধরেন, “তৃণমূল আর বিজেপির বাপ-ঠাকুরদাও জানে। এতদিন যা করেছে করেছে। আমি ছিলাম না, তাই মানুষের পাশে দাঁড়াতে পারিনি। এখন কারও গায়ে যদি হাত পরে সোজা গাঁয়ে যাব, যার ক্ষমতা হবে গায়ে হাত দেওয়ার সোজা ঘর থেকে তুলে নিয়ে এসে হাত-পা ভেঙে আমিই চিকিত্‍সা করাব।” সেই সঙ্গে তিনি দাবি করেন বামফ্রন্ট সরকার যখন ছিল তখনই একমাত্র উন্নয়ন হয়েছিল এই জঙ্গলমহল এলাকার। বর্তমান শাসকদল কিছুই করেনি এলাকাবাসীদের জন্য। আমি আবার এসেছি, আপনাদের সঙ্গে সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এমনই দাবি সিপিএম নেতা সুশান্ত ঘোষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here