রাজ্যে ভোট চলাকালীন নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে এলেন সুশীল চন্দ্র

0
111

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাংলায় ভোটযুদ্ধের মাঝেই অবসর মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা-র। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র, দায়িত্ব গ্রহণ করবেন আগামীকাল ১৩ এপ্রিল থেকে। বাংলার বাকি চার দফা ভোট পরিচালনার দায়িত্ব থাকছে নব নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র-র হাতে। তিনি নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, লোকসভা নির্বাচনের আগে, আর মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন ২০২২, ১৪ মে পর্যন্ত।

Sushil Chandra | newsfront.co
ছবিঃ এএনআই

গোয়া, মনিপুর, উত্তরাখন্ড, পাঞ্জাব ও উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। গোয়া, মনিপুর,উত্তরাখন্ড ও পাঞ্জাব বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর মার্চ মাসের বিভিন্ন সময়। এবং উত্তর প্রদেশের বিধানসভার মেয়াদ পূর্ণ হবে আগামী বছর মে মাসে। তার আগেই গঠন করতে হবে নতুন বিধানসভা। এই সবকটি নির্বাচনে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সুশীল চন্দ্র। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান পদ থেকে চন্দ্র যোগ দেন নির্বাচন কমিশনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here