ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বড়সড় ধাক্কা এল কংগ্রেসে। জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়লেন অসমের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। জল্পনা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন সুস্মিতা।
সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে যদিও দল ছাড়ার নির্দিষ্ট কোন কারণ জানাননি তিনি, তবে কংগ্রেসে ইস্তফা দেওয়ার পরেই সুস্মিতা পৌঁছেছেন কলকাতায়। সূত্রের খবর আজই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন সুস্মিতা দেব।
"Sushmita Dev resigns from primary membership of our Party.
While young leaders leave we ‘oldies’ are blamed for our efforts to strengthen it. The Party moves on with:Eyes Wide Shut," tweets Congress leader Kapil Sibal pic.twitter.com/hKs64am0zS— ANI (@ANI) August 16, 2021
২০১৪ সালে শিলচর থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। উল্লেখ্য, প্রবীণ কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত সুস্মিতা দেব। সোনিয়াকে লেখা চিঠিতে দল ছাড়ার কোন নির্দিষ্ট কারণ জানাননি তিনি।
একটি সংক্ষিপ্ত চিঠিতে সুস্মিতা সোনিয়া গান্ধীকে লিখেছেন, ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং পথ দেখানোর জন্য।’
আরও পড়ুনঃ ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি! এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০ জনের
অসমের বিজেপি সাংসদ তথা অসম বিজেপির সাধারণ সম্পাদক ড. রাজদীপ রায় জানিয়েছেন, সুস্মিতা দেব বিজেপি-তে যোগদান করছেন না। বিজেপির কোন শীর্ষ নেতার সঙ্গেও তাঁর কোন যোগাযোগ হয়নি। কংগ্রেস থেকে তাঁর ইস্তফা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584