নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
মহাকাশ গবেষণায় আধিপত্য বিস্তার করা ভারতের সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলায় আজও রয়ে গেছে কুসংস্কার।
ডাইনি সন্দেহে প্রথমে মারধোর তারপর বস্তা বন্দী করে জীবিত মানুষকে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা এবং বাঁচাতে এলে পরিবারের সদস্যদেরকেও মারধোর সহ প্রাণনাশের হুমকি। ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবার বাঁচার জন্য প্রশাসনের মুখ চেয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকা অভ্যন্তরস্থ ভাড়িলা গ্রামের শ্রীবই এলাকার ফাগু উরাও-এর পরিবারের বর্তমান অবস্থা এরকমই।সূত্র মারফৎ জানা গেছে গত ২৯ ডিসেম্বর ঐ এলাকারই বাসিন্দা চম্পা উরাও-এর স্ত্রী বালুরঘাট হাসপাতালে মারা যায়।অভিযোগ এই মৃত্যু পরবর্তী সময়ে গত ৩০শে ডিসেম্বর ডাইনি সন্দেহে ফাগু উরাও-এর বাড়ীতে চড়াও হয় ঐ এলাকারই বাসিন্দা পুনা উরাও, গণেশ উরাও, জীতেন উরাও, রবি উরাও সহ মোট ৮ জন স্থানীয় বাসিন্দা। আরও অভিযোগ এরপরে তারা ফাগু উরাও-কে বাড়ী থেকে টেনে হিঁচড়ে বের করে লাঠি দিয়ে মারধোর করে এবং ফাগু উরাও-কে বস্তা বন্দী করে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টার মাধ্যমে তার প্রাণনাশের চেষ্টা করে।ঘটনার খবর পেয়ে ফাগু উরাও-এর মেয়ে তার বাবাকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছালে অভিযোগ তার মেয়েকেও মারধোর করা সহ তার শ্লীলতাহানি করে ঐ আটজন অভিযুক্ত। এরপর ফাগু উরাও-এর ছেলে সুনীল উরাও এবং স্থানীয় বাসিন্দারা এসে ফাগু উরাও এবং তার মেয়েকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্ত্তি করে। ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে ফাগু উরাও-এর পরিবারের সদস্যরা।ঘটনায় খবর লেখার সময় পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের না হলেও পরর ফাগু উরাও-এর মেয়ে মঙ্গলবার জানিয়েছে তারা থানায় অভিযোগ জানাবেন।অপরদিকে ফাগু উরাও-এর ছেলে সুনীল উরাও ঘটনায় দোষীদের শাস্তির দাবী তুলেছে। ঘটনার বীভৎসতার কথা জানতে পেরে চেতনা বিজ্ঞান সংস্থা-র দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক ধীমান মহন্ত এদিন বলেন এই একবিংশ শতকে দাঁড়িয়ে ডাইনি সন্দেহে কাউকে অত্যাচার করা অত্যন্ত দুঃখজনক ঘটনা।আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি প্রদানের দাবী করছি। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক দীপাপ প্রিয়া পি বলেন ঘটনার খবর জানি না, বিডিও-র সঙ্গে কথা বলে ঘটনাটি খতিয়ে দেখছি।
আরও পড়ুন: এক শহর দুই প্রান্তে দুই ভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584