শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আগে করোনায় মৃত্যু হলে দেহ পেতে কার্যত কালঘাম ছুটে যেত আত্মীয়দের। বেসরকারি সংস্থাকে দিয়ে অনেক নিয়মনীতি মেনে অনেক দূর থেকে দেখে প্রিয়জনকে শেষবিদায় জানাতে হত। কিন্তু এখন থেকে করোনা সন্দেহে মৃতদেহের পরিবারকে দেহ নেওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। মঙ্গলবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, আইসিএমআর-এর প্রোটোকল মেনে পরিবারের লোকদের মৃতদেহ দিয়ে দেওয়া হবে। করোনা সন্দেহে মারা গিয়ে থাকলেও দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার জন্য চিঠি দিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বেশ কিছুদিন দেরিতে হলেও এবার সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে এই রাজ্যে।
আরও পড়ুনঃ পরিস্থিতির উন্নতি হলে শিক্ষক দিবস থেকে রাজ্যের স্কুল কলেজ খোলার ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, “কেউ মারা গেলে হয়তো মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার টেস্ট রিপোর্ট আগে হয়ে থাকলে আর অপেক্ষা করতে হবে না। আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী মৃতদেহ দিয়ে দেওয়া হবে। সম্ভাব্য করোনা মৃত হলেও ল্যাব রিপোর্ট না এলেও তাঁদের আর অপেক্ষা করতে হবে না। বাড়ির লোক মৃতদেহ পেয়ে যাবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584